রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শনিবার (২৫ জুন) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সহ সভাপতি খালেদ মাহমুদ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, সদস্য শেখর বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, পারভেজ হোসেন প্রমুখ। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ এদিকে যুবলীগের আনন্দ উৎসবকে ঘিরে উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়।