পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

বুধবার (২২ জুন) বেলা ১১টায় সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সুত্রধর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বিএনপির সাত নেতার নামে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সংবাদমাধ্যমকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে দাওয়াত কার্ড দিয়ে গেছেন। সৌজন্যতার খাতিরে তা আমরা রেখে দিয়েছি।

কতজন এবং কাকে দাওয়াত দেওয়া হয়েছে জানতে চাইলে খোকন বলেন, এটা নিয়ে আমাদের আগ্রহ নেই। তাই কয়জনকে এবং কাকে দাওয়াত দিয়েছে তা আমরা খুলে দেখিনি।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, সরকারি কর্মকর্তা এসেছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াত কার্ড নিয়ে। তার মানে হচ্ছে কোন দল নয়, সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে।

আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কি না জানতে চাইলে খোকন বলেন, না। দেশের এ পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই আসে না।

২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় উদ্বোধনী ফলক উন্মোচন করবেন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর তিনি টোল দিয়ে পার হবেন সেতু। এরপর জাজিরায় আবার ফলক উন্মোচন করবেন।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া। এর ধারাবাহিকতায় বিএনপি নেতাদেরও দেওয়া হলো আমন্ত্রণপত্র।