পদ্মা সেতুর উদ্বোধনে সীতাকুণ্ড মডেল থানার আনন্দ শোভাযাত্রা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সীতাকুণ্ড মডেল থানার উদ্যেগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।

শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়। উদ্বোধন শেষে থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্নস্তরের মানুষ অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মোঃ আশরাফুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।