পতেঙ্গায় ৮০০ কেজি ইলিশ জব্দ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে ২০টি চিংড়ির জাল ও ৮০০ কেজি ছোট ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

রবিবার (২৬ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড পতেঙ্গা জোন ও পতেঙ্গা মডেল থানা।

তিনি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টা থেকে দক্ষিণ কাট্টলী এলাকায় অবস্থান করি। সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখলাম কেউ সাগর থেকে কূলে আসেনি। পরে আমরা চিংড়ি ধরার জাল ধরতে গেলাম পতেঙ্গায়। সেখানে অভিযান চালিয়ে সাগর ও তীর থেকে ২০টি চিংড়ি ধরার জাল ও ৮০০ কেজি ছোট ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিতি ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়াহিদুল মজুমদার, সহকারী মৎস্য কর্মকর্তা এহসাননুল আসিফ তালুকদার সহ অনেক মৎস্য কর্মকর্তা।