পতেঙ্গায় ১৭৯১ ক্যান বিয়ারসহ দুই কারবারি গ্রেফতার

মো. রুহুল আমিন (৩১) ও মো. নিজাম উদ্দিন (২৬) ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকা থেকে ১৭৯১ ক্যান বিয়ারসহ মো. রুহুল আমিন (৩১) ও মো. নিজাম উদ্দিন (২৬) নামের দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে সোমবার ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে একটি স্পিডবোট ও একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব-৭। গ্রেফতারদের মধ্যে রুহুল আমিন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন পূর্ব লক্ষীদিয়া গ্রামের প্রয়াত সায়েদুল হকের ছেলে। আর নিজাম উদ্দিন নগরীর পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকার প্রয়াত বাবুল হকের ছেলে।

তাদের পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্পিডবোট থেকে ১৭৯১ ক্যান বিয়ার একটি প্রাইভেটকারে তোলার সময় জব্দ করা হয়।

এসময় দুইজনকে গ্রেফতার করা গেলেও নুরুল আবছার (৪০) ও সাইদুর রহমান সাকিব (৩০) নামে দুই মাদক কারবারি পালিয়ে যান। মূলত মিয়ানমার থেকে আমদানি নিষিদ্ধ বিয়ার সমুদ্রপথে এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানান তিনি।

উল্লেখ্য,পলাতক সাইদুর রহমান সাকিব নিজেকে সিপ্লাস টিভির স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিলেও জানুয়ারি ২০২৩ এ তাকে অফিসের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাধ্যতামূলক ছুটি পাঠানো হয়।সর্বশেষ ২৮ জানুয়ারি তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

বর্তমানে তার সাথে সিপ্লাস টিভির কোনরূপ সম্পর্ক নাই।