পটিয়ায় হাইদগাও ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান পরিষদ নিয়ে উত্তেজনা

পটিয়া হাইদগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনয়নকে অনাস্থা ও প্রত্যাখ্যান করে বক্তব্য রাখছেন হাইদগাঁও ইউপি সদস্য আব্দুল মান্নান গণি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার ১২নং হাইদগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনয়ন নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যে মঙ্গলবার (২৮ জুন) সকালে পরিষদের চেয়ারম্যান, সচিব, কম্পিউটার রুমসহ বিভিন্ন রুমে তালা ঝুলে দিয়েছে পরিষদের সদস্যরা। ফলে এলাকার সাধারণ লোকজন পড়েছেন বিপাকে।

এর আগে সোমবার বিকেলে সি-ব্লক থেকে ইউপি সদস্য আবদুর রাজ্জাক চৌধুরী, তছলিমা নুর ও মো. নাসির উদ্দিনকে চেয়ারম্যানের প্যানেলের দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারী করেছে।

এই প্যানেলের বিরুদ্ধে মঙ্গলবার পরিষদের সদস্য ও সদস্যরা বিক্ষোভ করে বাতিলের দাবি জানান।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ইউনিয়ন পরিষদে ছুটে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত পরিষদ তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

জানা যায়, উপজেলার হাইদগাঁও ইউনিয়নে গত ২৯ এপ্রিল একটি মারামারির ঘটনা ঘটে। এতে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে একটি মামলা করা হয়। প্রায় দুই মাস পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তিনজনকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার সকালে পরিষদের হল রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরিষদের আবদুল মান্নান গণি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করতে মতামত ছাড়াই তিনজনের একটি প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। তারা তিনজনেই একই ব্লকের। এর মধ্যে আবদুর রাজ্জাক (৭নং ওয়ার্ড), তছলিমা নুর (৭,৮,৯) ও মো. নাসির (৮নং ওয়ার্ড)। দ্রুত প্যানেল চেয়ারম্যান বাতিল করার দাবি জানান।