সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় তেলবাহী লরিচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- কচুয়াই গ্রামের ইমন (২১) ও মো. ইউনুসের ছেলে মামুন (২০)।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই ভাইয়ের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী তেলবাহী লরি দুই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সাইকেলে করে পটিয়া সদরের দিকে যাচ্ছিল। এ সময় লরি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান।