
সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। তারা হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহিনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রামের পটিয়া থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আদর্শে উদ্ধুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়া ৪ জন জঙ্গিকে আটক করা হয়েছে। এই বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় র্যাব-৭ এর নগরের চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফিং করবেন।