নেত্রকোনায় ঝড়ে শতাধিক ঘর লণ্ডভণ্ড

সিপ্লাস ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝড়ে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে গেছে কয়েক’শ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রামপুর এলাকায় গাছ ভেঙে পড়ায় প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, শনিবার দুপুরের দিকে হঠাৎ ঝড়ের আঘাতে কলমাকান্দা সদর, লেংগুরা, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারের শতাধিক বাড়িঘর ও দোকান লণ্ডভণ্ড হয়ে যায়। কয়েক শত গাছ উপড়ে পড়ে। কিছু গাছ ভেঙে বাড়িঘরের ওপরে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পালপাড়া বাজারের সারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। পালপাড়া, বরদল, রহিমপুর,রামপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে ঘরের টিন উড়ে গেছে।

কলমাকান্দা, লেংগুরা, নাজিরপুর ও খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝড়ে শতাধিক বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। ফসলেরও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদুল হক বলেন, ঝড়ে কলমাকান্দা-দুর্গাপুর সড়কসহ বিভিন্ন জায়গায় শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাসেদুজ্জামান বলেন, ঝড়ের তাণ্ডবে গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেরামতের কাজ চলছে শেষ হলে সংযোগ চালু করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top