নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

সিপ্লাস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অভ্যন্তরীণ’ বিষয় উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।’

সোমবার (০১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেদান্ত প্যাটেল বলেন, যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক যেখানে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, ‘তবে আমি বিস্তৃতভাবে বলব যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা এই সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।’

এ সময় জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, মানবিক সংকট মোকাবিলা ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে ঢাকা ও ওয়াশিংটনের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন বেদান্ত প্যাটেল।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top