নির্বাচনের আগে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে: মোশাররফ

সিপ্লাস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাধ্য না হলে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়েনি। এ সরকারও ছাড়বে না। আমরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবো।

তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে শেখ হাসিনার সরকারমুক্ত নির্বাচন। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

শনিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

ড. খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য গণআন্দোলন সৃষ্টি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে গণআন্দোলনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের জনগণকে সঙ্গে নিয়ে, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে, দেশের মানুষকে মুক্ত করা হবে।

মোশাররফ বলেন, জাতির স্বার্থে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিএনপি যখন বিভাগীয় সমাবেশের কর্মসূচি দিয়েছিল তখন এ সরকার তাদের পেটোয়া বাহিনী দিয়ে বাধা সৃষ্টি করেছে। সব বাধা উপেক্ষা করে প্রতিটি কর্মসূচি জনগণ সফল করেছে।

সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকারের সিন্ডিকেটের লোকেরা এ দেশের মানুষের পকেটের টাকা লুটপাট করে বিদেশে প্রচার করার জন্য বাজারে নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশের সব মধ্যবিত্ত গরিব হয়ে যাচ্ছে। জীবন চালাতে পারছে না। গরিব শ্রেণি আরও গরিব হচ্ছে। এই অবস্থা থেকে বাঁচার জন্য দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম প্রমুখ।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top