নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব!

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার ৮ উইকেটের এই বিব্রতকর হারের পর দেশের এক ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার অভিযোগ উঠেছে।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি দুই বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে একটি রেকর্ড করা অডিও প্রচার করেছে। তাদের একজন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন, আরেক ক্রিকেটার এই টুর্নামেন্টে নেই। ঘটনাটি জানতে পেরেছে বিসিবি এবং ওই খেলোয়াড় দুর্নীতি বিরোধী ইউনিটকে বিষয়টি জানিয়েছেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট এসব ব্যাপার দেখে। আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে কোনটা করা যাবে না। যদি কোনো প্রস্তাব এসে থাকে, তারা জানে যে ইভেন্ট প্রটোকল অনুযায়ী এটি আইসিসির এসিইউকে জানাতে হবে। এটা বিসিবির তদন্তের কিছু নয়। একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু বলতে পারি না। এটা খুব সংবেদনশীল বিষয়।’

মঙ্গলবার যমুনা টিভি দুই নারী ক্রিকেটারের কথোপকথনের রেকর্ড প্রচার করে। তাদের একজন আছেন বাংলাদেশে, আরেকজন দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশে থাকা ক্রিকেটার জুয়াড়ি ও বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারের মধ্যস্থতাকারী ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় থাকা ক্রিকেটারকে তিনি বলছিলেন, যখন মন চায় তখন ম্যাচ পাতাতে পারেন তিনি। যদি স্টাম্পড হোন কিংবা হিট উইকেট, তাহলে টাকা দেওয়া হবে তাকে। তবে ওই ক্রিকেটার তার প্রস্তাব ফিরিয়ে দেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেননি ওই ক্রিকেটার। বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে তিনি ঘটনা জানান।