নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকন্যাসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- নাসরিন (২৮) ও দুই মেয়ে নুসরাত ও খাদিজা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার ছয়তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক মেয়ে সুমাইয়া (১২) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের জোনাকী ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), মেয়ে নুসরাত (৬) ও খাদিজা (২)।
জানা যায়, জোনাকী ফিলিং স্টেশনে বুধবার রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসায় ফেরেন স্বামী সুমন। এর পর ঘরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এর পর স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। এ সময় পুলিশের সহায়তায় আরেক মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।