নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনটিভির প্রতিষ্টাবার্ষিকী পালন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি: নানা আয়োজনে বান্দরবানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (৩ জুলাই) ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছরে পদাপর্ণ উপলক্ষে বান্দরবান কাজীস ডায়েন রেষ্টুরেন্টে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি বান্দরবান পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী। পরে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণকারীদের মাঝে এনটিভির মাস্ক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বান্দরবান পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তী, বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, এনটিভির বান্দরবান স্টাফ কারেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এনএ জাকির।

অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল কুড়ি, ব্লাড ডোনার গ্রুপসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।