ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজারো অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা যুবলীগ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকালে নাজিরহাট আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
পৌর যুবলীগের সভাপতি মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদর উল্লাহ পারভেজের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবু তাহের মিঞ্চা, আওয়ামী লীগ নেতা আনোয়ার পাশা, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হোসেন, নাছির উদ্দীন, ইকবাল হোসেন, যুবলীগ নেতা মুহাম্মদ হারুন, এরশাদ উল্লাহ, শ্রমিক লীগ নেতা দিদারুল আলম, করিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আদিত্য সৈকত সহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।