নাজিরহাট পৌর নির্বাচন: লড়াই হবে চৌধুরী বনাম চৌধুরী

১৬ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় মহাব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: আসন্ন ১৬ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় মহাব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চলছে বিরামহীন প্রচারণা। পৌর এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় চলছে পোস্টারিং ও মাইকিং। জমে উঠেছে জমজমাট প্রচারণা। সবখানে বইছে ভোটের হাওয়া।

মেয়র প্রার্থীরা রাতদিন নেমেছে ভোট লড়াইয়ে। বসে নেই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরাও।

এ নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রাথী। প্রচার -প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ.কে জাহেদ চৌধুরী। তিনি প্রতিদিনই শত শত নেতা কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে দলের সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা একাট্টা হয়ে তাঁর পক্ষেই কাজ করছেন।

অপরদিকে বিএনপি দলীয় ভাবে প্রার্থী না দিলেও স্বতন্ত্রপ্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বিএনপি’র প্রার্থী বলে ব্যাপক পরিচিত। তবে তাঁর গণসংযোগ প্রতিপক্ষের থেকে কোন অংশে কম নয়।

অন্যদিকে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাহাঙ্গীর চৌধুরী। তবে জাঙ্গীর চৌধুরীকে প্রচার প্রচারণায় দেখা না গেলেও পোষ্টার সাঁটিয়েছেন ও প্রচার মাইকে সীমাবদ্ধ বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী।

বলা যায়, জাহেদ চৌধুরী ও নাসির চৌধুরী-জাহাঙ্গীর চোধুরী, তিন চৌধুরীর  মধ্যেই হবে মুল লড়াই হবে দুই চৌধুরীর মধ্যে।

এছাড়াও এ নির্বাচনে আরো অপর দুই মেয়র প্রার্থী প্রচার -প্রচারণা অনেকটাই পোষ্টার ও প্রচার মাইক কেন্দ্রিক সিমাবদ্ধতা দেখা গেছে। সাধারণ ভোটারদের অভিমত মুলত এবারের নির্বাচনে আ.লীগ মনোনীত জাহেদ চৌধুরী ও স্বতন্ত্রপ্রার্থী নাসির উদ্দীন চৌধুরীর মধ্যেই মুল প্রতিদ্বন্ধিতা মূল প্রতিদ্বন্দিতা হবে বলে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।