ফটিকছড়ি প্রতিনিধি: ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নাজিরহাট পৌর নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেনি প্রতিদ্বন্ধি প্রার্থীরা। তারপরেও থেকে নেই প্রার্থীদের তৎপরতা। এ তৎপরতায় কাউন্সিলর চাইতে মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
মেয়র পদে সাত প্রার্থী মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত কারা থাকছেন ভোটের লড়াইয়ে তা নিয়ে আলোচনার শেষ নেই।
মেয়র পদে যে কজন মনোনয়ন দাখিল করছেন সকলে নিজেদের মতো কার্যক্রম চালিযে যাচ্ছেন। তবে একেবারে ভিন্নতর মাঠ গুছাচ্ছেন ত্বরিকত প্রার্থী জালাল। সম্প্রতি অনুষ্ঠিত তাঁর উঠান বৈঠক থেকে জালালের জন্য ঐক্যের ডাক তুলেছেন এলাকাবাসী।মনোনয়ন দাখিলের পূর্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার সর্বস্থরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে মেয়র পদ প্রার্থী শাহজালাল বলেন সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি পেয়ে ভোটে এসেছি। এ ক্ষেত্রে কৌশল অবলম্বন করে এগিয়ে যাবো। যা অনেকটা চমক হিসেবে বিবেচিত হবে।