ফটিকছড়ি প্রতিনিধি: ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নাজিরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.কে জাহেদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিলেন নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগ।
দল মনোনীত মেয়র প্রার্থীকে বরণ উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নাজিরহাট ঝংকার মোড়ে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারেস মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী,বখতিয়ার সাঈদ ইরান,তসলিম বিন জহুর, শফিউল আলম, নুরুল আলম,জেলা যুবলীগ নেতা আবুল বশর, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ঐক্যের মাধ্যমে নৌকা বিজয়ের টার্নিং পয়েন্ট হতে পারে নাজিরহাট।এবারের নির্বাচনে নৌকা না জিতলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।আসুন অতীতের ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সম্পৃক্ত করি। আমাদের মধ্যে যদি কোন কষ্ট থেকে থাকে সমস্ত কষ্ট রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে, নেত্রীর স্বার্থে,নৌকার স্বার্থে, বিসর্জন দেবো।
এবার চ্যালেঞ্জ একটাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নাজিরহাট পৌরসভা থেকে নৌকা উপহার দিতে হবে।