নাজিরহাট পৌরসভা নির্বাচন: আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে ১০ জনের আবেদন

আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে ১০ জনের আবেদন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের নিকট আবেদন করেছেন স্থানীয় ১০ নেতা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সাধারণ সম্পাদক নাজিম মুহুরীর নিকট এ আবেদন করেন প্রার্থীরা।

আবেদনকারীরা হলেন পৌরসভার বর্তমান মেয়র এস.এম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগ নেতা একে জাহেদ চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি  ও সাবেক ছাত্রনেতা ছৈয়দ লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আজম,আলী আজম ছাদেক,জাবেদ জাহাঙ্গীর টুটুল, প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার,রেজভী আপ্পান মাহমুদ জেরিন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে নাজিরহাট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়েছিল। এরই প্রেক্ষিতে ১০ প্রার্থী আবেদন করেছেন। পরে  সার্চ কমিটির মাধ্যমে তালিকা চুড়ান্ত করা হয়েছে। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সুপারিশ নিয়ে  তালিকাটি কেন্দ্রে প্রেরণ করা হবে।