নাজিরহাটে অগ্নিকান্ডে মুরগীর খামার পুড়ে ছাই

নাজিরহাটে অগ্নিকান্ডে মুরগীর খামার পুড়ে ছাই।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের ভাঙ্গাদীঘির পাড় এলাকায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে এক অগ্নিকাণ্ডে একটি মুরগীর খামার ও ২ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, হঠাৎ আগুন দেখা দেয়ায়  স্থানীয় মসজিদের মুসল্লীরা এগিয়ে যায় এবং আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে ফটিকছড়ির ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে একটি মুরগীর খামারের ২ সহস্রাধিক মুরগী পুড়ে যায়। একই সাথে খামার সংলগ্ন দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০  লক্ষাধিক টাকা বলে জানাগেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।