রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা (গভর্নিং বডি) পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ অনুসারে তাঁকে এই পদে আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়।
কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন দাতা সদস্য মো. হাসান মুরাদ, অভিভাবক সদস্য হাফেজ মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল মাবুদ, মো. দিদারুল ইসলাম, শিক্ষক সদস্য মো. রহমত উল্লাহ, মো. খিজির হায়াত, মো. ইব্রাহীম খলিল, আসমিয়া হক এবং পদাধিকার বলে মাদ্রাসার অধ্যক্ষ সদস্য সচিব।
এদিকে নাছির উদ্দীন আহমেদ মাদ্রাসাটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলে ক্ষুদে বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তাকে সভাপতি মনোনীত করায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।