সিপ্লাস ডেস্ক:নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে। স্থানীয় সরকারের কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় জাতীয় পশুপালক সমিতির একজন প্রতিনিধিকে তাৎক্ষণিক মন্তব্যের জন্য পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট বোলা টিনুবুর সামনে নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো সাম্প্রদায়িক সহিংসতা। তিনি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচন জিতেছেন। তবে সেই নির্বাচনে বিলম্ব এবং ভোট কারচুপির অভিযোগে রয়েছে।