নাইজারে ড্রোন হামলায় ৪০ জঙ্গি নিহত

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নাইজারে ড্রোন হামলায় প্রায় ৪০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। অপারেশন বারখানের অংশ হিসেবে তাদের বাহিনী ১৪ জুন বুরকিনা ফাসো সীমান্তের কাছে এই অভিযান চালায়। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে ফরাসি সেনাবাহিনী জানায়, নাইজার নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর এবং নাইজার কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান চালানো হয়।

এতে বলা হয়, ৪০টি মোটরসাইকেলের বহরের গতিবিধির ওপর নজর রাখতে আকাশ থেকে নজরদারি করে বারখানে বাহিনী। এরপর নাইজার বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই হামলা চালানো হয়।

এদিকে আলাদা বিবৃতিতে নাইজার বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজারে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যার পর এই যোদ্ধাদের হত্যা করা হয়েছে।