নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওর্য়াড পশ্চিমপাড়া এলাকায় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিতে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার র্যাব ১৫ একটি চৌকস দলটি ১২ টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মৃত্যু দুদু মিয়ার ছেলে মোজাম্মেল হককে আটক করতে সক্ষম হয়।
সুত্রে জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম যেন ইয়াবার স্বর্গরাজ্য পরিনত হয়েছে। অনেকে রাতারাতি আঙ্গুল পুলে কলাগাছ হয়েছে। চুনি পুটিরা ধরা পড়লেও রাগব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরে থাকায় থামছে না মরন নেশা ইয়াবা পাচার।
আটক ব্যাক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেছে র্যাব ১৫।
নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে জানায়, হস্তান্তর কৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।