নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ মোহাম্মদ জোবাইর নামের এক পাচারকারী আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ একটি আভিযানিক দল নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ ইয়াহিয়া রাবার বাগানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় উখিয়ার এলাকার ঘোনারপাড়াস্হ থাইনখালী ৪নং ওয়ার্ড়ের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জোবাইর (১৯) কে বিপুল পরিমাণ বিদেশী সিগেরেটসহ আটক করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা।