নতুনভাবে, নতুন গল্পে আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ‘মেয়েটির সঙ্গে ছেলেটিকে মানায়নি, ভাই, আপনি জিতছেন, আপু, আপনি ঠকছেন’—এ ধরনের বাক্য যেন বর্তমান প্রজন্মের খুনসুটির অংশ। কিন্তু কাকে কখন কীভাবে ভালো লাগবে, এ কথা আগে থেকে বলা যায় না। প্রজন্মের পর প্রজন্ম আসে, সঙ্গে বদলে যায় ভালো লাগা, ভালোবাসার ধরনও। তৈরি হয় নতুন নতুন গল্প। নতুন প্রজন্মের এমন কিছু দারুণ গল্প নিয়ে এবারের ভালোবাসা দিবসে আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’।

সমাজের বাধা ও দ্বিধা ভেঙে আত্মবিশ্বাস নিয়ে ভালো লাগার মানুষটির কাছে আসতে সব সময় ইতিবাচকভাবে অনুপ্রাণিত করে আসছে দেশের টুথপেস্ট ব্র্যান্ড ‘ক্লোজআপ’। কাছে আসার এমনই প্রেরণা নিয়ে ১১ বছর ধরে ব্র্যান্ডটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রচারণার আয়োজন করছে। হাজারো দর্শকের পাঠানো গল্প থেকে সেরা তিনটি গল্পে বানানো হয় তিনটি ফিল্ম। তারই ধারাবাহিকতায় এ বছরও আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’। তবে এবার প্রথমবারের মতো দর্শকদের গল্পের পরিবর্তে পরিচালকের গল্পে নির্মিত হচ্ছে ফিল্মগুলো।

অভিনয়েও দেখা যাবে অনেক নতুন মুখ। এবারের তিনটি ফিল্ম পরিচালনা করছেন বরেণ্য নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, রাকা নোশিন নাওয়ার ও সাকিব ফাহাদ। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ফিল্মে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী ও তামিম মৃধা। পরিচালক রাকা নোশিন নাওয়ারের ফিল্মে অভিনয় করেছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ আর তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত অভিনয় করেছেন সাকিব ফাহাদের পরিচালিত ফিল্মে। তরুণ প্রজন্মের কাছে আসার গল্প তুলে ধরার জন্য তরুণ অভিনয়শিল্পীদেরই নির্বাচন করা হয়েছে।

‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ প্রচারণার থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’। চলচ্চিত্রগুলোর গানের সুর ও সংগীতায়োজন করেছে রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিও। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল। প্রতিবারের মতো এবারের গানগুলোও দর্শকের মনে সাড়া জাগাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ দেখতে চোখ রাখুন ক্লোজআপের ইউটিউব চ্যানেল ও টিভির পর্দায়।