পটিয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে নজির আহমদ দোভাষ ফাউন্ডশের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক এই সংগঠন।
উপজেলার পটিয়া আদশ স্কুল মাঠে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।
বিজয় দিবস উপলক্ষে মাঠে আসা প্রায় সাড়ে ৩ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
নজির আহমদ দোভাষ ফাউন্ডশের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেন,বঙ্গবন্ধু আমাদের যে সোনার বাংলাদেশ দিয়ে গেছে সেই দেশের পাসপোর্ট ব্যবহার করে আমরা বিদেশে এসে ডক্টরেট করেছি।আজকে এই দিনে আমি ৩০ লক্ষ শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।