নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর হালিশহরে গলায় ফাঁস দিয়ে রূপালী আকতার নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার সময় এই ঘটনা ঘটে।
হালিশহরের ছোটপুল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত রূপালী (১৮)। তার বাবার নাম মো. কামাল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, হালিশহর থেকে রূপালী আকতার নামে এক গার্মেন্টসকর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃতদের ঘোষণা করেন।
রূপালীর খালাতো ভাই রাজু বলেন, রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় রূপালী। এক পর্যায়ে সে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।