নগরীর জামালখানে দেওয়াল ধসে পথচারীর মৃত্যু

নগরের জামালখানের দাওয়াত রেস্টেুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নগরীর জামাল খান এলাকায় পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালিন দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন আরো এক পথচারী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল চার দিকে নগরের জামালখানের দাওয়াত রেস্টেুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর। তিনি বলেন দেয়াল ধসে একজনের মৃত্যু ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানাব।

এদিকে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন গণমাধ্যমকে বলেন, পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে গুরুতর আহতঅবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।