নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশীতে ১৭১ বোতল বিদেশি মদসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জাকির হোসাইন হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার মদের মধ্যে ৪৮ বোতল পাসপোর্ট স্কচ হুইসকি, ২৯ বোতল স্মিরনফ ভতকা, ২৪ বোতল ত্যাবসোলিউট ভতকা, ২৮ বোতল জ্যাক ডেনিয়েল হুইসকি, ১৫ বোতল রেড লেবেল হুইসকি, ৫ বোতল হাই কমিশনার হুইসকি, ২ বোতল ব্ল্যাক লেভেল, ২০ বোতল ব্যালেন্টাইন হুইসকি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। তিনি বলেন, খুলশীতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।