নগরীর খুলশীতে ক্যাফেতে আগুন,দগ্ধ ৩ কর্মচারী

খুলশীতে ক্যাফেতে আগুন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশীর ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে আইপিএসের ব্যাটারিতে শর্ট সার্কিটের আগুনে ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন- আমিন উল্লাহর ছেলে মো. কাশেম (১৭), মো. আবুল বাশারের ছেলে নূর হোসাইন (২০), ইমদাদুল হকের ছেলে মুবিনুল হক (২২)। তারা ফিউশন ক্যাফের কর্মচারী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলশীর হলি ক্রিসেন্ট এলাকার পাশের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলশী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হানিফ হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আইপিএসের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্যাফের ভিতর আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। ক্যাফের ম্যানেজার আগুনে দগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।

ফিউশন ক্যাফের ম্যানেজার মো. গুলজারকে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।