সিপ্লাস ডেস্ক: বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত জিহাদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জিহাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। ।
জিহাদ চন্দনাইশের বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের হাজী সালেহ আহমেদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে। তার বয়স ২৮ বছর।
নুরুল আলম আশেক গণমাধ্যমকে জানান, সকালে তিনজনকে হাসপাতালে আনার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুরে জিহাদ নামের এক যুবকের মৃত্যু হয়।
এর আগে সকালে নগরের বাকলিয়া থানার এক্সেস রোডের মুখে যাত্রীবাহি বাসে চাপা পড়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের তিন যাত্রী আহত হয়। পরে তাদেরকে হাসপাতাল ভর্তি করানো হয়।