নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে বাংলাদেশী পাসপোর্টসহ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিডিএ ১ নম্বর রোডের মীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, উখিয়া থাইংখালী হাকিমপাড়া ক্যাম্পের ইউসুফ (২৩), মুসা (২০) ও আজিজ (২১)।
আকবর শাহ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের একটি টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তিকে দেখে হাটা চলায় সন্দেহ হয়। এ সময় তাদের দাঁড়ানোর জন্য সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে কথাবার্তায় অসঙ্গতি দেখা দেয়।
এক পর্যায়ে তাদের বাড়ি একবার নোয়াখালী, আরেকবার চট্টগ্রাম বলে জানায়। এতে সন্দেহ আরও বেড়ে যায়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশী পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায়, চকরিয়ার পারভেজ ও মায়ানমারের নাগরিক নুরুল আলম এরশাদের মাধ্যমে ফেনী, নোয়াখালী ও দেশের বিভিন্ন জেলার ঠিকানা ব্যবহার করে দালালের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করে। তারা এই পাসপোর্ট ব্যবহার করে ঢাকায় তুর্কি দূতাবাসে যাওয়ার জন্য গাড়ির সন্ধান করছিলো।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক আশহাদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।