নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২৭১ রানে পিছিয়ে বাংলাদেশ। আট উইকেট হারিয়ে ১৩৩ রান করে ভারতের বিপক্ষে ফলোঅনের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ।
লাঞ্চের পর অতিথিদের ৪০৪ রানে আউট করার পর,টাইগাররা স্কোর বোর্ডে ৫ রান যোগ করতেই দুই উইকেট হারায়। ৩৭ রানে চা বিরতিতে গিয়েছিল, কিন্তু দিনের তৃতীয় সেশনে সবকিছুই ভেঙে পড়ে।
ভারতের মোহাম্মাদ সিরাজ তিন উইকেট শিকারের পর বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মাতেন। চা বিরতির পর এই স্পিনার চার উইকেট নিয়ে টাইগারদের ফলো-অন এর দ্বারপ্রান্তে নিয়ে আসেন। ৮ উইকেটে ১৩৩ এ দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মুশফিকুর রহিম, যিনি ৫৮ বলে ২৮ রান করে কুলদীপের কাছে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন এবং অধিনায়ক সাকিব আল হাসান, উইকেট-রক্ষক নুরুল হাসান সোহান এবং তাইজুল ইসলামও এই বাঁহাতি স্পিনারের শিকার হন।
মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন ক্রিজে রয়েছেন। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে আরো ২৭১ রান।
মেহেদী ১৬ রানে এবং অপর প্রান্তে এবাদত ১৩ রানে অপরাজিত থাকেন।