দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

সিপ্লাস ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫২ ঘণ্টা পর সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিএ ঘাট কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে শনিবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার ৫২ ঘণ্টা পর সোমবার সকাল ১০টা থেকে পুনরায় লঞ্চ চলাচল চালু করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জেএম সিরাজুল কবির বলেন, ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি দেখার পর কর্তৃপক্ষ ৫২ ঘণ্টা পর লঞ্চ চলাচলের নির্দেশ প্রদান করলে সোমবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ১৮টি লঞ্চ চলাচল করছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top