দৌলতখানে খোলা আকাশের নিচে পাঠদান

সিপ্লাস ডেস্ক: দৌলতখানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার চরখলিফা ইউনিয়নের পশ্চিম দক্ষিণ মধ্যকলাকোপা বিদ্যালয়ের একমাত্র টিনশেড ভবন কালবৈশাখি ঝড়ে বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশে নিচে ক্লাস করছে।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ১০৬নং পশ্চিম-দক্ষিণ মধ্য কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় মাঠে প্রখর রোদের মধ্যে খোলা আকাশের নিচে ত্রিপল বিছিয়ে পাঠদান করছেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ও রুবেল জানায়, ‘কালবৈশাখি ঝড়ে আমাদের ইসকুল ঘরটা পইড়া গেছে। এহন আমরা ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। আমরা পড়ালেখা করমু কেমনে।’

অভিভাবক মাওলানা হাবিবুল্লাহ জানান, সুষ্ঠু লেখাপড়া অব্যাহত রাখতে ভবনটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মাকসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের একটিমাত্র টিনশেড ভবন ঝড়ে বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। যে কয়জন আসে তাদের খোলা আকাশের নিচে ত্রিপল বিছিয়ে আমরা চারজন শিক্ষক পাঠদান করছি। এর মধ্যে অনেক শিক্ষার্থী ঝরেও পড়েছে।

আশপাশের মাদ্রাসায় তারা ভর্তি হয়ে গেছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের নামে একটি পাকা ভবন বরাদ্দ হয়েছে। সেটির সবেমাত্র পাইলিংয়ের কাজ হয়েছে। ভবনটি নির্মিত হতে কমপক্ষে দুই বছর লেগে যাবে। এমতাবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে ভবনটি দ্রুত নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top