রাউজান প্রতিনিধি: দেশের উন্নয়নে সাংবাদিকসহ পেশাজীবীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সোমবার (২ জানুয়ারি) সকালে নগরের পাথরঘাটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত হ্যাট্রিক সহসভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মনজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক দিনের খবরের বিশেষ প্রতিনিধি খোরশেদুল আলম শামীম ও সমাজসেবা সম্পাদক ও বাংলানিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সঙ্গে ছিলেন সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হওয়া দৈনিক কালবেলার ব্যুরো চিফ সাইদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী প্রেস ক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
তিনি প্রেস ক্লাবে তিনবার বিজয়ী হওয়ায় সাংবাদিক মনজুর কাদের মনজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।