আমিরাত প্রতিনিধি: চট্টগ্রাম ৬ আসনের(রাউজান) বার বার নির্বাচিত এমপি এবং রেলপথ সংসদীয় কমিটির সভাপতি মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, দেশের ৬৩ জন সিআইপির মধ্যে ৮ জন সিআইপি হলেন রাউজানের এবং তারা অধিকাংশই আরব আমিরাত প্রবাসী।
তিনি বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করে এ সংখ্যা আরো বৃদ্ধি করতে এবং তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে আহবান জানান। তিনি রবিবার (১২ মার্চ) আবুধাবির বঙ্গবন্ধুর পরিষদ কেন্দ্রীয় কমিটির মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা এবং তাঁর’ আমিরাত আগমন উপলক্ষে দেয়া সম্ববর্ধনা সভায়প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান।
রবিবার (১২ মার্চ) বাদে এশা আবুধাবির রয়েল রোজ হোটেল বলরুমে আয়োজিত এ অনুস্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির, দূতাবাসের ১ম সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শওকত আকবর, মোহাম্মদ জামশেদ, গোলাম কাদের ইফতি, মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী, সজল চৌধুরী, ইলিয়াস করিম, মোহাম্মদ ইউনুস সিআইপিসহ আরো অনেকে।