লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৩(তিন) রাউন্ড গুলি উদ্ধার সহ ১ পাহাড়ি সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টার সময় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ী টিলায় সৃজিত সেগুন বাগানে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অবৈধ অস্ত্রসহ কিছু সন্ত্রাসী অবস্থান করছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিলে উক্ত সংবাদের সত্যতা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল জনাব শিবলী নোমান, থানার ওসি আতিকুর রহমান ও পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে। সেগুন বাগানে গাছের উপর বানানো টং ঘরের নীচে পাহাড়ী টিলার ঢালু জায়গায় ২জন পাহাড়ী লোককে বসে থাকতে দেখে। বর্ণিত পাহাড়ী ব্যক্তিদ্বয় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশ তাদের চারদিকে ঘেরাও করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ ও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে পর পর কয়েক রাউন্ড ফায়ার করার পর সন্ত্রাসীদের বন্দুকের চেম্বার হ্যাং হয়ে গেলে পাহাড়ী সন্ত্রাসীরা আর নতুন করে গুলি ছুড়তে না পারলে। পুলিশ তাদের ধাওয়া করে একজনকে আটক করে। এবং একজন পালিয়ে যায়।
আটককৃত আসামী হলেন বান্দরবান থানাধীন টংকাবতী ৭নং ওয়ার্ডের সুনীল চাকমার পুত্র চন্দ্র চাকমা (৩৫)। পলাতক আসামীর নাম তরুন চাকমা(৩৫) বলে জানা যায়।
এ ঘটনায় থানায় অস্ত্র আইন ও পুলিশ আক্রমন করায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে (২৩ মে) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।