দেড় যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কুতুব উদ্দিন। সাজা এড়াতে ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো দীর্ঘ ১৪ বছর। এর মধ্যে প্রায় ১০ বছর ঢাকার শাহবাগে কাপড়ের ব্যবসা আর সর্বশেষ ৪ বছর ধরে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি রেস্টুরেন্ট শেয়ারে ব্যবসা করতো।

কিন্তু আত্বগোপন করেও লাভ হয়নি কুতুব উদ্দিনের। ১৪ বছর পলাতক থাকার পর ঠিকি ধরা পড়েছে র্যাবের হাতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৯ মে) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭।

শনিবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।

গ্রেফতারকৃত মোঃ কুতুব উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনঝুড়ি এলাকার মৃত ডাঃ গোলাম মাওলা এর পুত্র।

আসামি কুতুব উদ্দিন গত ২০ জুন, ২০০৭ এবং ২ মার্চ, ২০০৯ সালে দুইবার মাদক নিয়ে নগরীর কোতোয়ালি এলাকায় পুলিশের হাতে আটক হয়েছিল। এরপর পুলিশ বাদী হয়ে মামলা করার কয়েক মাস পরে জামিনে বের হয়ে পলাতক ছিলো প্রায় দেড় যুগ। যদিও কোর্টে দীর্ঘদিন ধরে হাজিরা না দেওয়ায় কুতুব উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেই আদালত।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top