দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ চালু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় চট্টগ্রাম নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

চট্টগ্রামের টাইগারপাসস্থ নগর ভবনের কনফারেন্স রুমে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীতে কোথাও কোনো বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলা করতে চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে নগরবাসির প্রতি আহবান জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগের নম্বর: ০১৭১৭-১১৭৯১৩ অথবা ০১৮১৮-৯০৬০৩৮