আমিরাত প্রতিনিধি: দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে হাফেজ সালেহ আহমেদ তাকরিম।
মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই এক্সপো প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়।
এসময় তার হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের উর্ধ্বতন শেখ। উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব। এই প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন প্রখ্যাত বাংলাদেশী আলেম শায়খ শোয়াইব মোহাম্মদ আল আজহারি।
আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এর তত্বাবধানে হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে তাকরিম পেয়েছেন আমিরাতের আড়াই লাখ দিরহাম যা দেশীয় মুদ্রায় প্রায় ৭৭ লাখ টাকা।
এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ হতে প্রতিনিধিত্বকারী ৭৭ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথমস্থান অর্জন করেন ১৪ বছর বয়সী সালেহ আহমেদ তাকরিম।
হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।
গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারক মণ্ডলির রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় হাফেজ ছালেহ তাকরিম।