দুই দেশের সম্পর্কে র‍্যাবের নিষেধাজ্ঞা নগণ্য: মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিশালত্বের কাছে র‍্যাবের নিষেধজ্ঞা খুবই নগণ্য বিষয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, নেতিবাচক নয়, বরং সম্ভাবনা ও ইতিবাচক বিষয়গুলো নিয়ে আরো কাজ করতে হবে ঢাকা-ওয়াশিংটনকে।

রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী ৪ জুলাই দেশটির স্বাধীনতা দিবস, তবে এবারের উদযাপন একটু আগেভাগেই করছে মার্কিন দূতাবাস।

এসময় দুদেশের সম্পর্ক প্রশ্নে র‍্যাবের নিষেধাজ্ঞা কবে নাগাদ প্রত্যাহার হবে- এ প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ‘আমি আশা করি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দুদেশ এক হয়ে কাজ করবে’।

রাষ্ট্রদূত জানান, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিশালতার কাছে এই নিষেধাজ্ঞা খুবই নগণ্য বিষয়। সম্পর্কের গভীরতার কারণেই আমরা ৬৮ মিলিয়ন করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে। নেতিবাচক দিক পরিহার করে আমাদের উচিৎ ইতিবাচক দিকগুলোকে কাজে লাগানো’।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ‘একটি নিখুঁত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় এখনও কাজ করে যাচ্ছে তার দেশ। যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশের নির্বাচনেও সে চেতনার প্রকাশ ঘটবে’।

এদিকে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়াতে কাজ করছে ঢাকা-ওয়াশিংটন।