সিপ্লাস ডেস্ক: জাপানি দুই নাগরিকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ, আইফোনসহ সব ছিনিয়ে অভিযোগে করা মামলায় আবু রাসেল প্রত্যয় নামে এক তরুণ দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামি জিহাদুল ইসলাম মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি রাসেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।
অন্য আসামি জিহাদুল ইসলাম মামুনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার আরেক আসামি খায়রুল ইসলাম স্বপন রিমান্ডে রয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুই জাপানি পর্যটকের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ উদ্ধার করা হয়।
জানা গেছে, দুই জাপানি নাগরিক গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। তারা গত ২৪ এপ্রিল শুক্রাবাদ একটি হোটেলে ওঠেন। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান। তারা বধ্যভূমি কবরস্থানের প্রধান ফটকের ভেতরে যান। রাত ৯টার দিকে তারা কবরস্থান থেকে বের হতে গেলে তিন যুবক তাদের ভুল বুঝিয়ে কবরস্থানের আরও ভেতরে নিয়ে যান।
সেখানে নিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে, দেশীয় অস্ত্র ঠেকিয়ে সব ছিনিয়ে নিয়ে যায়। তাদের কাছ থেকে জাপানি ইয়েন, নগদ টাকা, আইফোন, ক্রেডিট কার্ড কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভীতসন্ত্রস্ত হয়ে হোটেলে চলে যান তারা।
পরদিন ২৫ এপ্রিল দুপুরে হোটেলের ম্যানেজার তারেক আহমেদ মোহাম্মদপুর থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। দুই বিদেশি নাগরিকসহ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাদের থানায় যেতে বলেন। ম্যানেজার তারেক দুই পর্যটককে নিয়ে মোহাম্মদপুর থানায় যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের মামলা হয়।
এ মামলায় গত ২৭ এপ্রিল মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে খায়রুল ইসলাম স্বপন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আড়তের পেছনের কবরস্থানের দেয়াল সংলগ্ন মাঠ থেকে দুই পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড ও একটি ছেঁড়া পাসপোর্ট উদ্ধার করা হয়। এ মামলায় স্বপন রিমান্ডে রয়েছে।