কাপ্তাই প্রতিনিধি: গত সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অবস্থিত আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার চমকপ্রদ ফলাফল অর্জন করেছে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালের দাখিল পরীক্ষায় এই প্রতিষ্ঠান হতে ১ শত ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছেন। অথাৎ পাসের হার শতভাগ। জিপিএ ৫ অর্জন করেছেন ২১ জন পরীক্ষার্থী। যা অন্য বছর গুলোর তুলনায় কয়েকগুণ। এইছাড়া ৯৩ জনের অধিক পরীক্ষার্থী জিপিএ ৪ এর উপরে নাম্বার পেয়েছেন।
প্রতিষ্ঠানটির এই ফলাফলে ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ আবুল কাশেম বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বিগত চার বছরের ন্যায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল শতভাগ। অত্যন্ত আনন্দের বিষয় এইবারের ফলাফলে জিপিএ ৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মহান আল্লাহর পাশাপাশি মাদ্রাসা পরিচালনা পরিষদ, সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের কৃতজ্ঞতা স্বীকার করছি কেননা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করছি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান প্রতিষ্ঠানটির এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।