লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নির্দেশে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কারসহ ১ মাদক কারবারি কে গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ মার্চ) ১০:৪৫ ঘটিকার সময় উপজেলার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক সংলগ্ন বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থানায় কর্মরত এসআই/মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট বসিয়ে মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, মোঃ সাকিব হোসেন(২৮), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-বকুল বেগম, সাং-ফাঁওড়া, ০১নং ওয়ার্ড, বানসা বাজার, মোহাম্মদপুর ইউনিয়ন, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী। মাদক কারবারির বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা নং-১৯, তাং-১২/০৩/২০২৩ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮ মূলে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।