নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বর্ধিত সভা শুরু হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যে আটটি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে তারা তাদের প্রতিবেদন দাখিল করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন যে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা সম্মেলন হচ্ছে সেগুলো জুলাই পর্যন্ত চলমান থাকবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জেলা সম্মেলনের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়েছে।