
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ২৬ অক্টোবর ২২ইং স্বাগতর্র্যলী অনুষ্ঠানে পুলিশ কতৃক হামলা ও মিথ্যা মামল দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মনজুর আলম তালুকদারসহ ১৫ নেতাকর্মীদের মুক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী ভাই ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক সহ মিথ্যা মামলায় জড়ানো সকল নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান এর নেতৃত্বে শুক্রবার বিকালে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বরকল, বরমা মেইন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার মোড় এসে শেষ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল করিম। সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম উদ্দিন, আবু তৈয়ব রিপন, এবিএম রহিম, সেলিম উদ্দিন ও ইউনিয়ন নেতৃবৃন্দ মোঃ ইসহাক, সেলিম উদ্দিন, ছাহাতুল গনি, আরজু মিয়া, সেলিম উদ্দিন, আমান, জামাল উদ্দিন, নিজাম, সালাউদ্দিন, শাহাজান, মিজান, হারুন, তাসিন, লোকমান, সজীব, সেলিম, মোস্তাক, লোকমান, মিজান, বেলাল, কায়সার, সাদ্দাম, আবদুল গফুর, আরফাত, শফিক, নয়ন, সায়েম, জমির, বেলাল, আবদুর রহমান সহ প্রমূখ।