তুরস্কে নির্বাচন এরদোয়ানকে সমর্থন দিলেন তৃতীয় স্থানে থাকা ওগান

সিপ্লাস ডেস্ক: তুরস্কের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে সমর্থন জানিয়েছেন কট্টর জাতীয়তাবাদী নেতা সিনান ওগান। প্রথম পর্বের ভোটে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান ৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছিলেন। খবর: ডয়চে ভেলে ও ডেইলি সাবাহ’র।

সোমবার আঙ্কারায় সংবাদ সম্মেলনে ওগান বলেন, তাঁর প্রচারণার ফলে তুরস্কের রাজনীতিতে জাতীয়তাবাদী রাজনীতির লোকজন গুরুত্ব পেয়েছে।

সমর্থকদের এরদোয়ানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওগান বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার আগে আমরা সব ধরনের আলোচনা করেছি। দেশ ও জনগণের জন্য এটি সঠিক সিদ্ধান্ত।’

তুরস্কের সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় পর্বের ভোটে গড়িয়েছে নির্বাচন। সিনান ওগান এবার এরদোয়ানকে সমর্থন জানানোয় হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top