তারেক রহমানের এপিএস অপুর জামিন আপিল বিভাগে স্থগিত

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: অর্থপাচার প্রতিরোধ আইনে হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিঞা নূরউদ্দিন আহমেদ অপুর জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন পূর্ণ বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ অপুর জামিন দিয়েছিলেন। সেই আদেশ চ্যালেঞ্চ করে রাষ্ট্রপক্ষ আপিল করে।

মামলার নথি অনুযায়ী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।
অভিযানের এক দিন পরে র‌্যাব মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করে। ২০১৯ সালের ৫ জানুয়ারি ওই মামলায় অপুকে গ্রেফতার দেখানো হয়।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং এডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী রাষ্ট্রপক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন।